সোমবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন। তিনি মণিপুরের রাজ্যপাল। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সামলাবেন বাংলার অতিরিক্ত দায়িত্ব। সোমবার সন্ধ্যায় রাজভবনে তিনি শপথ গ্রহণ করেন ৷ তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন ৷ লা গণেশন মনিপুরের রাজ্যপাল৷ সেই দায়িত্বের সঙ্গে অতিরিক্তভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বও পালন করবেন ৷ রাষ্ট্রপতি
নির্বাচনে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আজ। খুব শীঘ্রই হবে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তিনি ইস্তফা দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে। বাংলার রাজ্যপালের দায়িত্ব আপাতত সামলাবেন লা গণেশন। তবে তিনি মণিপুরের রাজ্যপাল। পরবর্তীকালে বাংলায় নিযুক্ত হবেন অন্য স্থায়ী রাজ্যপাল। এদিন মুখ্যমন্ত্রী ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাজ্যপালকে।