পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ-১৬তে আর্জেন্টিনা। প্রথমার্ধের বিচারে আর্জেন্টিনা আর গোল পাওয়ার মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ালেন সেজনি। আকুনা, আলভারেজ, মেসি, ডি মারিয়ার একের পর এক সুযোগ বাঁচিয়ে দিলেন তিনি। চিনের প্রাচীর হয়ে উঠলেন। আর্জেন্টিনা প্রথমার্ধে সব করল, শুধু গোল ছাড়া। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই এগিয়ে গেল আর্জেন্টিনা। মলিনার ক্রস থেকে ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে জড়িয়ে গেল জালে। ৬০ মিনিটে পারেডিস এবং ট্যাগলিফিকো এলেন আর্জেন্টিনার পরিবর্ত হিসেবে। ৬৭ মিনিটের ব্যবধান বাড়াল আর্জেন্টিনা। এনজোর পাস থেকে টপ নেট ফিনিশ করলেন জুলিয়ান আলভারেজ। প্রথমারদের দুর্দান্ত খেলা গোলরক্ষ সেজনির দেখা ছাড়া কিছুই করার ছিল না। ভাগ্য খারাপ মেসির। তার একটি প্রচেষ্টা প্রতিহত করে দেন পোল্যান্ড গোলরক্ষক। বাকি সময়টা আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা। মাঠে একটাই দল। যেন আত্মসমর্পণ করল পোল্যান্ড। মেসিরা বুঝিয়ে দিল সৌদির কাছে হার আর্জেন্টিনাকে জাগিয়ে দিয়েছে। আজকের পর বাকিরা সাবধান। শেষ ১০ মিনিট আলভারেজকে তুলে নিয়ে মার্টিনেজকে নিয়ে এল আর্জেন্টিনা।