কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবম এবং দশম শ্রেণিতে শিক্ষক হিসেবে চাকরি পাওয়া অযোগ্য ১৮৩ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ এ দিন সন্ধ্যাতেই কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে৷ শুধু তালিকা প্রকাশ করাই নয়, অযোগ্য ওই প্রার্থীরা কোথায় চাকরি করছেন, জেলা স্কুল পরিদর্শকদের থেকে সেই তথ্য চেয়ে পাঠানোর জন্যও কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বৃহস্পতিবার সকালেই এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেই আদালতে জানানো হয়েছিল, ২০১৬ সালে যোগ্য প্রার্থীদের টপকে ১৮৩ জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন৷ ১৮৩ জনের নামের তালিকাই শুক্রবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি৷ কমিশন অবশ্য সন্ধের মধ্যেই সেই তালিকা প্রকাশ করে৷ তালিকায় ওই ১৮৩ জন প্রার্থীর নাম, রোল নম্বর, তাঁরা কোন বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন, সেই সমস্ত তথ্যই রয়েছে৷ দেখা যাচ্ছে, সেখানে সবথেকে বেশি সংখ্যক প্রার্থী চাকরি পেয়েছেন ইংরেজি পড়ানোর জন্য৷ এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ভুগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান, ফিজিক্সের মতো বিষয়ও রয়েছে৷