জগদ্দলে তুমুল অশান্তির জের। গ্রেপ্তার হলেন সাংসদ অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং সহ মজদুর মোর্চার চারজন সমর্থক। জানা গিয়েছে, সোমবার সকালে জগদ্দলের আতপুরে এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়ন অফিস উদ্বোধন হয়। এরপরই অভিযোগ ওঠে, ওই অফিসটি আদতে এক চিকিৎসকের চেম্বার। সেটি দখল করে মজদুর মোর্চার অফিস তৈরি করা হয়েছে। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার রাতে মজদুর মোর্চার কার্যকরী সভাপতি সঞ্জয় সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সেইসঙ্গে আরও তিনজনকে আটক করা হয়। এরপর গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ অর্থাৎ শুক্রবার আদালতে তোলা হবে অর্জুন সিংয়ের ভাইকে। এতেই প্রতিবাদে শামিল হন মজদুর মোর্চা সমর্থিত শ্রমিকরা। তাঁরা জগদ্দল থানার সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি ছিল, শ্রমিক নেতা সঞ্জয় সিংকে অবিলম্বে মুক্তি দিতে হবে। পরে সাংসদ অর্জুন সিংয়ের হস্তক্ষেপে অবরোধ ওঠে।