গরু পাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বুধবার দিল্লি হাইকোর্টে তাঁর জামিনের আবেদন ছিল। এদিন বিচারক দীনেশ শর্মার ডিভিশন বেঞ্চ মামলার শুনানি প্রায় ৪ মাস পিছিয়ে দিল। এদিন শুনানিতে ইডির তরফে বলা হয়, অনুব্রতকে নিজের হেপাজতে নেওয়ার আবেদন আগেই জানানো হয়েছিল। কিন্তু তিনি একাধিক মামলা করায় হেপাজতে নিতে দেরি হয়। পালটা অনুব্রত’র আইনজীবী জানান, কেন অনুব্রতকে ইডি হেপাজতে নিল তা স্পষ্ট নয়। এখনও তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দেওয়া হয়নি। ইডির তরফে আদালতে জানানো হয়েছে, কেন তারা জামিনের বিরোধিতা করছে। শুনানি শেষে বিচারপতি জানান, ইডির তরফে তাদের বক্তব্যের রিপোর্ট যেন অনুব্রত’র আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি মামলার শুনানি ২৭ জুলাই ধার্য করা হয়। পাশাপাশি অনুব্রত’র আসানসোলে ফেরার আবেদন জানিয়েও মামলা করা হয়েছিল। সেই মামলার শুনানিও পিছিয়ে যায়।