রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে শনিবার বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ধৃত মহিলার নাম ইচ্ছা সিনহা দাস৷ তাঁর স্বামী পুলিশ আধিকারিক ছিলেন। ২০১৯ সালে সোনারপুরে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর৷ ইচ্ছা সিনহা দাস নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করেন। সম্প্রতি সংবাদমাধ্যমের এক কর্মীকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পারচেজ ম্যানেজার পদে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে ৬ লাখ টাকা নেয়। কিন্তু চাকরি হয়নি। অবশেষে প্রতারিত ওই সংবাদকর্মী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ইচ্ছা সিনহাকে গ্রেফতার করে। জানা গিয়েছে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক পরিচয় নয়, কখনও কখনও পরিস্থিতুই বুঝে নিজেকে আইপিএস অফিসার বলেও পরিচয় দিতেন অভিযুক্ত৷ ধৃতকে শনিবার বারুইপুর আদালতে পেশ করে পুলিশ। তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷