উত্তর সিকিমের নাথু-লায় ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৭ পর্যটক। মৃত পর্যটকদের মধ্যে ২ জন বাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তুষার ধসের ফলে জখম হয়েছেন ১৩ জন পর্যটক। আহত ১৩ জনের মধ্যে সাত জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছে সিকিম সরকার। সিকিম সরকারের তরফে বিপর্যয়ে মৃত ৭ জনের নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এক শিশু ও দুই মহিলা রয়েছেন।পশ্চিমবঙ্গের যে দু জন পর্যটকের মৃত্যু হয়েছে তুষার ধসে তাঁদের নাম সৌরভ রায়চৌধুরী (২৮) এবং প্রীতম মাটি (৩৮)। প্রীতমের বাড়ি কলকাতায়। তবে সৌরভের বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি। তুষার ধসের ফলে মৃত্যু হয়েছে শিব লামিচানে এবং আশিকা ঢাকাল নামের নেপালের দুই বাসিন্দার। দু’জনেই নেপালের চিতওয়ানের বাসিন্দা। নেপালের রুপান্ডির আরেক বাসিন্দার মৃত্যু হয়েছে। নাম মুনা শাহ শ্রেষ্ঠা। উত্তরপ্রদেশের বাসিন্দা বাল সিংহ (৩২) এবং রেবিয়া সিংহ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের দেহ বাড়ির ঠিকানায় পাঠিওয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সিকিম সরকার।