বিদেশ

ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলায় হেরে গেলেন পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস

পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের দায়ের করা মামলায় বড় সড় স্বস্তিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারই ক্যালিফোর্নিয়ার এক আদালত ৭৬ বছর বয়সী রিপাবলিকান নেতার বিরুদ্ধে নীল ছবির নায়িকার দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে। শুধু তাই নয, ট্রাম্পের আইনজীবীকে মামলা লড়ার খরচ হিসেবে ১,২১,০০০ ডলার মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে। এর আগেও মানহানি মামলার জন্য ট্রাম্পের আইনজীবীকে ৫ লক্ষ ডলার দিতে হয়েছিল স্টর্মিকে। পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক চাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই ফৌজদারি অপরাধে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছে ম্যানহাটন আদালত। মঙ্গলবারই ওই মামলার শুনানিতে আদালতে হাজিরা দিয়েছিলেন ট্রাম্প। এমনকী ঘন্টা খানেকের জন্য গ্রেফতারও

হতে হয়েছিল তাঁকে। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হতে হলো। যে দিন ট্রাম্প ম্যানহাটন আদালতে হাজিরা দিলেন, সে দিনই ক্যালিফোর্নিয়ার এক আদালত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নীল ছবির নায়িকার দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে।  ক্যালিফোর্নিয়ার নবম সার্কিট আপিল আদালতের বিচারক ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মি ড্যানিয়েলসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে মামলা লড়ার খরচ হিসেবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীকে আরও ১,২১,০০০ ডলার মিটিয়ে দিতে নীল ছবির নায়িকাকে নির্দেশ দিয়েছেন। আদালতের রায়ের পরেই ট্রাম্পের অন্যতম আইনজীবী হরমিত সিং ধিঁলো টুইট করে বলেছেন, ‘আজ সকালেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বড় সড় জয় পেয়েছেন। তাঁর আইনজীবীদের মামলা লড়ার খরচ হিসেবে ৬ লক্ষ ডলার মেটানোর জন্য স্টর্মি ড্যানিয়েলসকে নির্দেশ দিয়েছেন বিচারক।’