কলকাতা

কমেছে গরম, সোমবার থেকে খুলছে স্কুল-কলেজ, জানাল শিক্ষা দফতর

এবার আগামীকাল খুলে যাচ্ছে স্কুল- কলেজগুলি। রাজ্যের অস্বাভাবিক তাপপ্রবাহের জেরে পড়ুয়াদের কথা চিন্তা করে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করা হয়। প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য নেওয়া হয়েছিল সিদ্ধান্ত। শিক্ষা দফতরের তরফে শনিবার পর্যন্ত রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশিকা জানানো হয়েছিল । সেই অনুযায়ী গত সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও পড়ুয়াদের কথা মাথায় রেখে গরমের মধ্যে এই এক সপ্তাহ বন্ধ রাখতে অনুরোধ করে। এই এক সপ্তাহের ছুটিতে অনলাইন ক্লাসহয়েছে তবে এবার অফলাইন পঠন পাঠনে ফিরতে পারবে পড়ুয়ারা। গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শিক্ষা দফতরের তরফে। আগামী ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে।