কালিয়াগঞ্জ নাবালিকা মৃত্যু কাণ্ডের তদন্তে কড়া পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর পুলিশ। সাসপেন্ড করা হলো ৪ জন এএসআইকে। জানা গেছে, যাদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। উল্লেখ্য, নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গত শুক্র ও শনিবার চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুঁড়েছিল পুলিশ। গ্রেফতার করা হয় ৭জনকে। একাধিক জায়গায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। ঘটনার তদন্তে নেমেছেন ডিএসপি র্যাঙ্কের এক আধিকারিক। অভিযোগ ২০ এপ্রিল রাতে এলাকার নাবালিকা মেয়েকে দুষ্কৃতিকারীরা হত্যা করে পুকুরে ফেলে দেয়। জানা গিয়েছে, কালিয়াগঞ্চের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা ছিল ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার দিন বিকেলে বাড়ি থেকে বের হয়েছিল সে। তারপর আর ফেরেনি। উল্লেখ্য, বিষক্রিয়ায় মৃত্যু না কি ধর্ষণ তা তদন্তাধীন।