দেশ

গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান থেকে ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন কাবেরী’ শুরু করল ভারত

সেনা এবং আধাসেনার সংঘর্ষে উত্তপ্ত সুদান। গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান থেকে কীভাবে ভারতীয়দের ফেরানো যায়, তা নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে এবার ‘অপারেশন কাবেরী’ শুরু করল ভারত সরকার। অপারেশন কাবেরীতে প্রথম পর্যায়ে ৫০০ ভারতীয়কে সুদানের বন্দরে নিয়ে যাওয়া  হয়েছে। এরপর সুদানের ওই বন্দর থেকেই জাহাজ এবং বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হবে। গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান থেকে যেভাবেই হোক আটকে পড়া প্রত্যেক ভারতীয়কে ফেরানো হবে। সোমবার এমনই ট্যুইট করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।