কলকাতা

চালু করা হল রামকৃষ্ণ মিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম

এবার রামকৃষ্ণ মিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হল। বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ ওই ওয়েবসাইটের (publication.rkmm.org) উদ্বোধন করেন। এদিন সাংবাদিক সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা ও স্বামীজি বিষয়ক যাবতীয় তথ্য ওই ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে পারবেন আগ্রহীরা। মিশনের যাবতীয় বইও সেখানে মিলবে। মঠ ও মিশনের অন্যান্য তথ্যও সেখানে মিলবে। এছাড়া শিকাগো ধর্ম মহাসভা থেকে ফেরার পর স্বামীজি যেখানে যেখানে গিয়েছেন, তা জিও ট্যাগ সহ গুগল ম্যাপের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা হয়েছে। আগ্রহীরা ভাচুর্য়াল মোডে তা দেখতে পারবেন। ওই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ফুট ট্রেস উইথ স্বামীজি’।