প্রায় ৩১ টি বিশ্ববদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে । তার মধ্যে বুধবার রাতে ১০টি বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কিন্তু এই উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের সঙ্গে কোনোরকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি আইনি পদক্ষেপের হুশিয়ারি দিয়ে টুইট করেছেন ।রাজভবন সূত্রের খবর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে অমলেন্দু ভুঁইয়াকে । তিনি কমার্স বিভাগের শিক্ষক । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হতে পারে অমিতাভ দত্তকে । সূত্রের দাবি রাজভবনের পাঠানো নির্দেশিকায় তাঁর নামে ভুল রয়েছে । তাই তিনি এখনও নিশ্চিত নন তিনি উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন কি না । একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন শান্তা দত্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রাজকুমার কোঠারীকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হচ্ছে । কিন্তু এই ১০ উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ। সংবাদমাধ্যমের থেকে উপাচার্য নিয়োগের কথা জানতে পেরেছেন বলে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ দিন টুইটে লিখেছেন সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে মাননীয় রাজ্যপাল আজ আবার ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন । এই নিযুক্তি দফতরের সঙ্গে কোনও আলোচনা ব্যতিরেকে করা হল যা বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি । এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নিচ্ছি ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে । বেআইনিভাবে নবনিযুক্ত মাননীয় উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মান অনুরোধ থাকবে যে তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন । এরকম পরিস্থিতিতে রাজ্যের সঙ্গে রাজভবনের আবারও যে সংঘাত তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না । ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ না হওয়ার রাজভবনের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । নবান্ন নাম পাঠালেও রাজভবন কোনও কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি । এবার উপাচার্য নিয়োগ ঘিরেও নতুন করে সংঘাত তৈরি হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷