কলকাতা

আজ থেকে আগামী ৭ দিন রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি

আজ থেকে আগামী সাত দিন রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে বর্ষার আগমন আসন্ন হলেও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তার আগে আরও একবার রাজ্যের সিংহভাগ এলাকা তীব্র গরমে পুড়বে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে বিশেষ করে ৬ ও ৭ জুন তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। তবে তার জন্য গরম থেকে রেহাই মিলবে না। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। এদিন রাজ্যে সবথেকে বেশি গরম পড়েছিল পুরুলিয়ায় (৪১.৩ ডিগ্রি)। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি।