করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জের কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা। বাঁকুড়ার ওন্দা স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি ধাক্কা মারল একটি চলন্ত মালগাড়ি। এই সংঘর্ষের ফলে চলন্ত মালগাড়িটির ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়েমুচড় যায় একাধিক কামড়া। ক্ষতিগ্রস্ত ওভারহেড লাইন ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম সহ সিগন্যালিং রুম। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রার ডি আর এম ও রেলের সিনিয়র ডিভিশনার সেফটি অফিসার দিবাকর মাঝি র্ঘটনাস্থলে গিয়েছেন। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন , ‘‘একটি গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে ছিল, আর একটি গাড়ি এসে তাতে ধাক্কা মেরেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে। কোথাও কোনও ত্রুটি নিশ্চয়ই ছিল। তা না হলে এটা হতে পারে না। আমাদের তরফে তদন্ত করে দেখা হবে।’’
সূত্রের খবর, এদিন ভোর ৪টে নাগাদ ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি বহু সময় ধরে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় ওই একই লাইনে আরও একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল।ঠিক সেই সময়ই দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সূত্রের খবর, ধাক্কার তীব্রতায় দুটি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনায় বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনার জেরে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এদিকে এই দুর্ঘটনার জন্য আদ্রা-খড়গপুর শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল ব্যাহত হতেই পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে টাটানগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।