কলকাতা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উপকূল সহ একাধিক জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত।  আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। উপকূলের জেলাগুলিতে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।  আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। রবিবার ও সোমবার বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষা ঢোকার পর থেকেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। বেড়েছে তিস্তা, তোর্সার জলস্তর। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।