বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদে অবতরণের আগে মুখ থুবড়ে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫, ব্যর্থ হল অভিযান

রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ বিধ্বস্ত।  চাঁদের পৃষ্ঠের সাথে ল্যান্ডারটির সংঘর্ষের পর  এটির অস্তিত্ব বন্ধ হয়ে গেছে।  প্রায় ৫০ বছরের পর এটি রাশিয়ার  মহাকাশ  অভিযান। অবতরণের আগে ল্যান্ডারটি বিধ্বস্ত হয়েছে বলে রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমস জানিয়েছে।  প্রি-ল্যান্ডিং কক্ষপথে প্রবেশের সময় এটি বিধ্বস্ত হয়। এই মহাকাশযানে একটি অনবোর্ড কম্পিউটার ইনস্টল করা আছে। যা স্বয়ংক্রিয়ভাবে তার পথ নির্বাচন করে।  কোন উচ্চতায় কোন সময়ে যেতে হবে তা খুঁজে নেয়।এই স্বয়ংক্রিয় অনবোর্ড কম্পিউটারে প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি অবস্থা ছিল। তা পরীক্ষা করা হচ্ছে। ১১ অগাস্ট লুনা-২৫ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। এই সপ্তাহের শুরুতে বুধবার লুনা চাঁদের কক্ষপথে পৌঁছে যায়। ভারতের চন্দ্রযান ৩-এর আগেই চাঁদের পৌঁছনোর কথা লুনা-২৫ এর। তবে তাঁর আগেই সমস্যার সম্মুখীন হয় মহাকাশযানটি। চাঁদের দক্ষিণ মেরুতে কারা আগে পৌঁছবে সে নিয়ে উৎসাহ ছিলই। দক্ষিণ মেরুতে বিজ্ঞানীরা মনে করেন, স্থায়ীভাবে ছায়াযুক্ত মেরু গর্তগুলিতে জল থাকতে পারে। এর আগে নানান দেশ দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল কেউই সফল হয়নি।