দেশ বিজ্ঞান-প্রযুক্তি

আজ বিকেলে চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিং

দেশবাসীর নজর আজ চন্দ্রযানের দিকে ৷ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান ৩ ৷ বিকেল ৫.২০ মিনিট থেকে এই ঐতিহাসিক ঘটনার সরাসরি সম্প্রচার দেখাবে ইসরো ৷ দেশজুড়ে এই সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্ল্যানেটরিয়াম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে-সহ অন্য সংগঠনের দফতরে ৷ বিজ্ঞানী ও শিক্ষকরা পড়ুয়াদের চন্দ্রাভিযানের বিষয়ে বলবেন। দিল্লির ইন্দিরা গান্ধি প্ল্যানেটরিয়ামে বুধবার চন্দ্রযান ৩-এর উপর একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে ৷ ইসরো এই ঘটনার সরাসরি সম্প্রচার করবে যাতে সাধারণ মানুষ এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবতে পারেন ৷