যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ রাজভবনে বৈঠকের ডাক দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। উল্লেখ্য, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতির মাঝে গত সপ্তাহে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেন অধ্যাপক বুদ্ধদেব সাউকে। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখে আগামী দিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হতে পারে জরুরি বৈঠকে।