নতুন মানচিত্র প্রকাশ করে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে চিন। শুধু তাই নয়, আকসাই চিনও তাদের বলে দাবি বেজিংয়ের। যার পাল্টা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এই ধরণের ভ্রান্তি ছড়ানো ম্যাপ প্রকাশের অভ্যেস চিনের আছে। জয়শঙ্করের কথায়, ‘চিন ওদের মানচিত্রে এমন ভূখণ্ডকে অন্তর্গত করেছে, যা আদৌ ওদের নয়। এটা ওদের পুরনো অভ্যাস। ভারতীয় ভূখণ্ডকে নিজেদের ম্যাপে ঢুকিয়ে দিলেই কিছু পরিবর্তন হয় না। আমাদের সরকার নিজেদের সীমান্ত সম্পর্কে ওয়াকিবহাল। আজগুবি দাবি করলেই অন্যের ভূখণ্ড ওদের হয়ে যাবে না। ওই ভূখণ্ড ভারতের ছিল, ভারতেরই থাকবে।’ প্রসঙ্গত, গত ২৮ আগস্ট দেশের নতুন সরকারি মানচিত্র প্রকাশ করেছে চিন। ওই মানচিত্রে অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করেছে চিন৷ যার পাল্টা দিলেন জয়শঙ্কর। এদিকে, আগামী মাসেই দিল্লিতে বসছেন জি–২০ সম্মেলন। সম্মেলনে হাজির থাকবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, ভারতকে চাপে রাখতেই এই কৌশল নিয়েছে চীন।