কলকাতা

আজ রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে

শুক্রবার রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে এই বিশেষ পরিষেবা পাবেন যাত্রীরা। রেড রোডে এদিন বসছে দুর্গাপুজো কার্নিভালের আসর। অনুষ্ঠান শেষে দর্শকদের বাড়ি ফেরা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দিনের শেষ মেট্রোর সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। তারপর রেল সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। শুক্রবার দিনের শেষ মেট্রো রাত সাড়ে ন’টার পরিবর্তে রাত ১১টায় প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে। রাত ১২টায় কবি সুভাষ ও দক্ষিণেশ্বরে দিনের শেষ জোড়া মেট্রো যাত্রা শেষ করবে। পাশাপাশি এদিন মেট্রোর সংখ্যা সপ্তাহের অন্যান্য কাজের দিনের তুলনায় বেশি থাকবে। ২৩৪টির পরিবর্তে শুক্রবার দিনভর নর্থ-সাউথ করিডরে চলবে ২৫২টি পরিষেবা। অর্থাৎ কার্নিভালের জন্য বাড়তি ১৮টি পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল।  মেট্রোর পাশাপাশি শুক্রবার গভীর রাত পর্যন্ত সরকারি ও বেসরকারি বাসও রাস্তায় থাকবে। একই সঙ্গে হাওড়া এবং শিয়ালদহে বাড়তি ট্রেন পরিষেবাও দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন শেষ মেট্রোর সময়সূচি বদল হলেও দিনের প্রথম মেট্রো একই সময়ে ছাড়বে। কবি সুভাষ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ছ’টা ৫০ মিনিটে। একইভাবে সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো যাত্রা শুরু করবে। মেট্রো সূত্রে খবর, বাড়তি ১৮টি পরিষেবার সিংহভাগ সন্ধ্যার পর থেকে চালানো হবে। কার্নিভাল ফেরত দর্শকদের চাপ লাঘব করতে এই সিদ্ধান্ত। ওই সময়কালে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমিয়ে আনা হবে।