কলকাতা

১০০ দিনের কাজের বকেয়া আদায়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে আন্দোলনে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের সাংবাদিক বৈঠকে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি জমায়েত করতে চলেছে তৃণমূল৷ সেখানকার আলোচনা থেকেই আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে বলে জানালেন তৃণমূল সুপ্রিমো ৷ বুধবারের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১০০ দিনের কাজ নিয়ে আন্দোলন হয়েছে। ৭ হাজার কোটি টাকা পাওনা আছে। ছোট মিনিস্টার টাইম দিয়েও, সাতজন ভিকটিম গেছিল তাঁদের সঙ্গে দেখা করেনি। বিজেপি-র কেউ গেলে তাঁদের আলোবাতাস দিয়ে হাওয়া করা হয়।’’ এর পরেই মমতার ঘোষণা, ‘‘১৬ নভেম্বর আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং ডেকেছি। ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে ডাকা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে আন্দোলনের রূপরেখা কী হবে। টাকা না দিলে আন্দোলন চরম রূপ নেবে। প্রোগ্রামের রূপরেখা ১৬ তারিখ ঘোষণা করব।’’ তৃণমূলনেত্রী জানান, তাঁর বাড়িতে কালীপুজো রয়েছে৷ এছাড়া, ভাইফোঁটাও রয়েছে৷ সেই সব ভেবেই একটু পরের দিকে এই দিন স্থির করা হয়েছে৷