জেলা

পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় রদবদল

লোকসভা নির্বাচনে আগেই জেলায় পুলিশের একাধিক এস আই পদমর্যাদার অফিসারদের করা হল বদলি।  ১২টি থানার ওসি বদল করা হয়েছে। ২৯জন সাব ইনস্পেক্টর ও ১১জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে পুলিশি রদবদল নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, এটা রুটিন বদলি। তবে নিয়ম মেনেই এই বদল করা হয়েছে। সাব ইনস্পেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদের কোনও অফিসার একই মহকুমার তিন বছরের বেশি কর্মরত থাকতে পারবেন না। সেকারণেই এই নয়া উদ্যোগ। নন্দীগ্রাম থানার সাব ইনসপেক্টর গার্গী বন্দ্যোপাধ্য়ায়কে হলদিয়া মহিলা থানার ওসি করা হয়েছে। এস আই নাড়ুগোপাল বিশ্বাস ভগবানপুর থানার অফিসার ইনচার্জ পদে ছিলেন। এই নতুন রদবদলের নির্দেশ আসার পর তিনি যাচ্ছেন মহিষাদল থানার ইনচার্জ হিসেবে। অন্যদিকে, এস আই পার্থপ্রতীম মাইতি কাঁথি থানায় ছিলেন। তিনি যাচ্ছেন ডিআইবিতে। এস আই প্রলয়কুমার চন্দ্র ছিলেন মহিষাদল থানার ইনচার্জ। তিনি দায়িত্ব পেলেন মারিশদানার ইনচার্জ হিসাবে।এল এস আই প্রতিমা সাহু হলদিয়া মহিলা থানার ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে জুনপুট কোস্টাল থানার ইফিসার ইনচার্জ হিসাবে। এস আই মলয় অধিকারী ছিলেন মহিষাদল থানায়। তাঁকে পাঠানো হচ্ছে ডিআইবিতে। এস আই দেবদ্রুত মণ্ডল ছিলেন মহিষাদলে। তাঁকে গেঁওখালি ফাঁড়িতে পাঠানো হচ্ছে। পাশাপাশি এস আই এসকে আসিফউদ্দিন কাঁথি থানা থেকে হেঁড়িয়ার আইসি পদে যোগদান করবেন। এছাড়াও জেলা পুলিশের ক্ষেত্রে একাধিক স্তরে বদল এসেছে।বিষয়টি নিয়ে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, এটি রুটিন বদলি। কয়েকদিনের মধ্যে অফিসাররা তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন। নির্দেশিকা দিয়ে অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে। জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাটো করার লক্ষ্যে এই রদবদল।রাজ্যের অন্যতম জেলা পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র এই জেলার মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দিক থেকেও এই জায়গায় গুরুত্ব অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে জেলা পুলিশে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।