খেলা

গুজরাত টাইটান্সকে ৪ উইকেটে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গুজরাত টাইটান্স: ১৪৭/১০
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৫২/৬
৪ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গুজরাত টাইটান্সকে ৪ উইকেটে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন টসে জিতে শুভমান গিলদের প্রথমে ব্যাট করতে পাঠান ফ্য়াফ। তবে শুরুতেই গুজরাতের টপ অর্ডার ধস নামান মহম্মদ সিরাজ। একাধিক ম্যাচে প্রতিপক্ষের রানের ঝুলি ভরে দেওয়া পেসার এদিন রীতিমতো ত্রাস হয়ে ওঠেন। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন গিল। ১ রানেই আউট হন ঋদ্ধিমান সাহা। মিডল অর্ডার ব্যাটারদের হাত ধরে রানে ফেরে গুজরাত। শাহরুখ খান (৩৭), ডেভিড মিলার (৩০) এবং রাহুল তেওটিয়ার (৩৫) সৌজন্যে দেড়শোর কাছাকাছি পৌঁছে যায় দল। তবে সে রান যে জয়ের জন্য যথেষ্ট ছিল না, তা বুঝতে পেরেছিলেন গিলরা। হলও তাই। গতকালই মুম্বই বনাম কেকেআর ম্যাচে কার্যত অঘটন ঘটে। কম রানের টার্গেট থাকলেও পৌঁছতে ব্যর্থ হন হার্দিক পাণ্ডিয়ারা। এদিন ফ্যাফ ও কোহলি দুর্দান্ত শুরু করলেও মিডল অর্ডারে ধস নামে। তবে শেষমেশ কার্তিকের অপরাজিত ২১ রানের সৌজন্যে জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি আরসিবিকে। ওপেনিং জুটিতে ৯২ রান যোগ করে আরসিবি। কিন্তু ৯২-০ থেকে ১১৭-৬! এমন বিপর্যয় প্রত্যাশা করেনি চিন্নাস্বামীর গ্যালারি। ডুপ্লেসি ৬৪ রানে ফেরেন। বিরাট করেন ৪২ রান। শেষ অবধি দীনেশ কার্তিক ১২ বলে ২১ ও স্বপ্নিল সিং ৯ বলে ১৫ রান, অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় আরসিবির। গুজরাতের ঘরের মাঠে গিলদের হারানোর পর এদিন নিজেদের মাঠ থেকেও ২ পয়েন্ট ঝুলিতে ভরলেন কোহলিরা।