বিদেশ

মাঝ আকাশে এয়ার টার্বুলেন্স, আহত ১২

মাত্র ৫ দিন আগেই এয়ার টার্বুলেন্সে মাঝ আকাশেই মৃত্যু হয়েছিল সিঙ্গাপুবর এয়ারলাইন্সের এক যাত্রীর। আহত হন ৩০ জন। এবার প্রায় একই ঘটনা কাতায় এয়ায়ওয়েজে। দেহা-ডাবলিন রুটের একটি বিমান এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে যায়। এতে আহত হন ১২ জন। এদের মধ্যে রয়েছে ৪ কেবিন ক্রু। ডাবলিন এয়ারপোর্টের তরফে এক্স হ্যান্ডেল করা একটি পেস্টে লেখা হয়েছে কাতার এয়ারওয়েজের বিমানটি তুরস্কের উপর দিয়ে ওড়ার সময়ে সেটি এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে যায়। এতে ৬ ক্রু মেম্বার-লহ মোট ১২ জন আহত হন।  শনিবার দোহা থেকে বিমানটি উড়ে ডাবলিনে নিরাপদেই অবতরণ করেছে। অবতরণের পর বিমানটিতে জরুরি পরিষেবা দিতে হয়। কারণ তুরস্কের উপর দিয়ে ওড়ার সময়ে সেটি এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে যায়। এতে ১২ যাত্রী আহত হন। তাদের জরুরি পরিষেবা দিতে হয়।