দেশ

রাঁচির হাসপাতালের লিফটে মহিলা জুনিয়র ডাক্তারের শ্লীলতাহানি

এ বার এক জুনিয়র মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ উঠল রাঁচির সরকারি মেডিক্যাল কলেজে। অভিযোগ, গত রবিবার রাতে রাঁচির ‘রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (রিমস)হাসপাতালের অঙ্কোলজি বিভাগে কর্মরত মহিলা জুনিয়র রেসিডেন্ট ডাক্তারকে লিফটের মধ্যে নিগ্রহ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইতিমধ্যেই কুলদীপ কুমার নামে স্থানীয় একজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। রবিবারের ওই ঘটনার প্রতিবাদে রিমস-এর চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। পরে জুনিয়র ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হয়। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বস্ত করে জানানো হয়েছে, প্রতিটি লিফটে অপারেটর নিয়োগ করা হবে। প্রত্যেক ওয়ার্ডে সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন থাকবে। হাসপাতাল চত্বরে অন্তত ১০০ পুলিশকর্মী মোতায়েনের বন্দোবস্ত করা হচ্ছে।