কলকাতা

নতুন টালা ব্রিজ তৈরির আগে মাটি পরীক্ষার টেন্ডার ডাকল পূর্ত দফতর

কলকাতা: নতুন করে টালা ব্রিজ তৈরি করতে মাটি পরীক্ষা। ১৪ দিনের মধ্যে মাটি পরীক্ষার রিপোর্ট দিতে হবে নবান্নে। রিপোর্ট জমা দিতে বিজ্ঞপ্তি জারি করল পূর্ত দফতর।বৃহস্পতিবার পূর্ত দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকাতে বলা হয়েছে, নতুন করে প্রস্তাবিত টালা ব্রিজ তৈরি করতে হলে যে এলাকার উপর টালা ব্রিজ অর্থাৎ টালা ব্রিজের মাটি পরীক্ষা করতে হবে। যে কোনও ব্রিজ, বাড়ি বা ফ্ল্যাট তৈরি করতে গেলে আগে সেখানকার মাটি পরীক্ষা করতে হয়। সেইমতোই টালা ব্রিজেরও মাটি পরীক্ষা করতে হবে। যে সংস্থা এই দরপত্র পাবে তাদের ১৪ দিনের মধ্যে এর রিপোর্ট পেশ করতে হবে। পাশাপাশি নির্দেশিকায় আরও জানানো হয়, এই দরপত্রে বাজেট রাখা হয়েছে ১১ লক্ষ টাকা।কিছুদিন আগেও পূর্ত দফতরের তরফ থেকে অন্য একটি দরপত্র দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়েছিল, টালা ব্রিজের নীচে যে রেললাইন রয়েছে তার নীচে যেসমস্ত ভূগর্ভস্থ লাইন (যেমন-জলের লাইন, ইলেক্ট্রিসিটির লাইন) যা কিছু আছে তার একটা ম্যাপিং করে দেওয়া অর্থাৎ টালা ব্রিজ যখন নতুন করে তৈরি করা হবে সেক্ষেত্রে মানুষের পরিষেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। তার একটা আগাম প্রস্তুতি নিয়ে রাখতেই পূর্ত দফতরের এমন উদ্যোগ।