কলকাতা

‌‌যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের মঞ্চ থেকেই সিএএ-র প্রতিলিপি ছিঁড়লেন স্বর্ণপদক জয়ী ছাত্রী

কলকাতাঃ আন্তজার্তিক সম্পর্ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। তাই নিয়মমতো সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে স্বর্ণপদক এবং শংসাপত্র নেওয়ার কথা ছিল। দেবস্মিতা চৌধুরী নামে ওই ছাত্রী সেটা নিলেন, কিন্তু সেই সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকেই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে নিজের প্রতিবাদও জানালেন। মঞ্চে উঠে স্বর্ণপদক ও শংসাপত্র নেওয়ার পর সর্বসমক্ষে দর্শকদের দিকে ঘুরে দেবস্মিতা ছিঁড়ে ফেললেন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি। মুঠো উঁচিয়ে চিৎকার করে বলেন, ‘‌হাম কাগজ নেহি দিখায়েঙ্গে। ইনকিলাব জিন্দাবাদ!’‌ দেবস্মিতা বলেন, ‘‌দেশ জুড়ে এই আইনের প্রতিবাদ হচ্ছে। আমারও মনে হয়েছে প্রতিবাদ করা উচিত। যেখানে আমি সম্মান পাচ্ছি সেই মঞ্চটাকে ব্যবহার করতে চেয়েছি, যাতে অনেকের কাছে সহজে প্রতিবাদটা পৌঁছে দিতে পারি।’‌  তারপর চলে গেলেন মঞ্চ ছেড়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবস্মিতার সেই ভিডিও। 

উল্লেখ্য গত কয়েক দিন ধরেই উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। সমাবর্তনের দিনও সকাল থেকেই শুরু হয় অশান্তি। রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে আগেই বয়কট ঘোষণা করেছিলেন পড়ুয়ারা। তার পরেও রাজ্যপাল সকালে এসে পৌঁছলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটে শুরু হয় বিক্ষোভ। দেখানো হয় কালো পতাকা। পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। বিরক্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বন্ধ করার কথা বলেন তিনি। বিক্ষোভের মুখে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত ক্যাম্পাস ছেড়ে চলে যান রাজ্যপাল।