জেলা

‘যাদের মা-বাপের ঠিক নেই, তাদের সিএএ-এনআরসি নিয়ে চিন্তা’, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

সিএএ-এনআরসি নিয়ে হাওড়ায় ফের বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,”ওরা ভয় দেখাচ্ছে। মা-বাপের জন্ম তারিখ লাগবে না। আমাদের মা-বাপ ঠিক আছে। আমাদের কোনও চিন্তা নেই। যাদের মা-বাপের ঠিক নেই, তাদের চিন্তা।” এনআরসি-সিএএ নিয়ে বাংলার হিন্দুদের কোনও চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন দিলীপ। তাঁর কথায়,”বাংলার হিন্দু সমাজের কিছু হবে না। কেউ কিছু বললে আমরা আছি।’‘ বাংলায় এনআরসি ও সিএএ কার্যকর হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো না চাইলেও বাংলায় এনআরসি হবে বলে চ্যালেঞ্জ ছুড়েছেন দিলীপ। তিনি এও বলেন, ৩৭০ ধারার বিরোধিতা করেছেন দিদিমণি। ৩৭০ চলে গেল। রামমন্দিরের বিরোধিতা করেছেন। সেই রাম মন্দিরও হয়ে গেল। রাত্রে বেলায় গিয়ে পুজোও দিয়ে আসবেন। সব প্রায়শ্চিত্ত ওখানেই হবে। সিএএ পাস হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার নির্দেশিকাও জারি করেছে। উনি বলেছিলেন, পাস হতে দেব না।”