জেলা

বল ভেবে জিলেটিন স্টিক নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, হাতের আঙুল উড়ল বালকের

বল ভেবে জিলেটিন স্টিককে নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ গুরুতর জখম হল এক বালক। বৃহস্পতিবার সকালে  ঘটনাটি ঘটে বীরভূমের রামপুরহাট থানা এলাকার ছোড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে খবর। আজ সকাল থেকে বাড়ির সামনে বন্ধুদের নিয়ে খেলায় মেতেছিল চতুর্থ শ্রেঁণির ওই পড়ুয়া অভিজিৎ মেহনা। তার বাড়ির সামনে একটি আবর্জনা স্তূপ রয়েছে। খেলার সময় সেখান থেকে একটি প্লাস্টিকের প্যাকেট খুঁজে পায়। তার মধ্যে কয়েকটি জিলেটিন স্টিক ছিল। সেগুলি নিয়ে খেলতে গিয়ে বিপত্তি বাঁধে।  জানা গিয়েছে, অভিজিৎ ইঁট দিয়ে আঘাত করে ওই স্টিকগুলি ভাঙতে গেলে জোরালো বিস্ফোরণ ঘটে। ওই পড়ুয়ার ডান হাতের দু’টি আঙুল উড়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়।