অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৩ উইকেটে ফাইনাল জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ ৷ বাংলাদেশকে বেশি রানের লক্ষ্যমাত্রা দিতে পারেনি ভারত ৷ বাংলাদেশের বোলিং ব্রিগেডের দাপটের পর ১৭৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল টাইগাররা ৷ ওপেনিং জুটি পারভেজ হোসেন ইমন এবং তানজাদ হোসেন ভিত গড়ে দিয়েছিলেন ৷ জুটিতে ভাঙন ধরান রবি বিষ্ণোই ৷ বাংলাদেশের স্কোর পঞ্চাশের ঘরে পৌঁছাতেই তানজাদ হোসেনকে ফেরান রবি ৷ এরপর ভারতীয় লেগ স্পিনারের বিষাক্ত স্পিনে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ ৷ পরপর ফেরেন মাহমুদুল হাসান জয় (৮), তৌহিদ হৃদয় (০), শাহাদাত হোসেনরা (১) ৷ ৮৫ রানে পাঁচটি উইকেট হারিয়ে ১৭৮ রানের লক্ষ্যটাকেও তখন বড় মনে হচ্ছিল বাংলাদেশের ৷ বিষ্ণোইয়ের পর সুশান্ত মিশ্রও নেন দুটি উইকেট ৷ বোলারদের সৌজন্যে ম্যাচে ফেরে ভারত ৷ আর এই বিপর্যয়ের সময় মাটি কামড়ে পড়ে থাকলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি ৷ ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড সচল রাখেন তিনি ৷ ইমন-আলির পার্টনারশিপে ভাঙন ধরান যশস্বী জয়সওয়াল ৷ ৪৭ রান করে ফিরে যান পারভেজ হোসেন ৷ ব্যাট হাতে ৮৮ রানের ইনিংস খেলার পর প্রয়োজনের সময় হাত ঘুরিয়ে উইকেটও তোলেন যশস্বী ৷ রবি-সুশান্তদের দাপট জয়ের আশা জোগালেও অধিনায়ক আকবরের ব্যাট তা হতে দিল না ৷ ৭৭ বলে অপরাজিত ৪৩ রান করে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক তিনিই ৷ ভারতীয় বোলারদের পর বাংলাদেশের সহজ জয়ের পথে বাধা সৃষ্টি করেছিল প্রকৃতি ৷ ৪১.১ ওভারে বাংলাদেশ ১৬৩ রান তোলার পর বৃষ্টি আসায় মাঠ ছাড়তে হয় দুটি দলকে ৷ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য হয়ে দাঁড়ায় 30 বলে 7 রান ৷ শেষপর্যন্ত তিন উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ জিতল বাংলাদেশ ৷