দেশ

এবারের বাজেট ডিজিটাল, ট্যাবলেটেই বাজেট পড়বেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

এবারের বাজেটে হতে চলেছে এক ঐতিহাসিক বদল। স্বাধীন ভারতে এই প্রথম কোনও বাজেট কাগজ ছাপা হবে না। বাজেট ‘পেপারলেস’। এতদিন একটি স্যুটকেসের মধ্যে করে তা নিয়ে আসতে দেখা যেত অর্থমন্ত্রীদের। কিন্তু এবার বহিখাতার জায়গায় ট্যাবলেট দেখে বাজেট পড়বেন নির্মলা সীতারমণ। অর্থাত্‍ ক্যাশলেস অর্থনীতির মতো বাজেটও এবার হতে চলেছে পেপারলেস। সোমবার সকালেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখা যায় নিজের ক্রিম ও লাল রঙের সিল্কের শাড়ির সঙ্গে মানানসই একটি লাল রঙের ব্যাগের মধ্যে করে ট্যাবলেট নিয়ে নিজের বাসভবন থেকে বেরতে। ব্যাগের বাইরে অশোক স্তম্ভের ছাপ ছিল। নিজের বাসভবন থেকে বেরিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্‍ করেন নির্মলা সীতারমণ। তারপরে সংসদে আসেন তিনি। বাজেটের আগে মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা। তারপরে বেলা ১১টা থেকে শুরু হবে বাজেট পেশ।