২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে যুবনেত্রী পামেলা গোস্বামী। গত শুক্রবার কোকেন কাণ্ডে গ্রেফতার হন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা। শুধু পামেলা নন, গতকাল গ্রেফতার হওয়া তাঁর দুই সঙ্গীকেও আগামী ২৫ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের রাখার নির্দেশ আদালতের। শুধু পামেলা নন, গতকাল গ্রেফতার হওয়া তাঁর দুই সঙ্গীকেও আগামী ২৫ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের রাখার নির্দেশ আদালতের। শনিবার আদালতে বিচারপতির কাছে পামেলা ও তাঁর সঙ্গীদের সাতদিনের পুলিশি হেফাজত চেয়েছিল প্রশাসন। কিন্তু আদালতের তরফে আগামী ২৫ তারিখ পর্যন্ত পামেলার পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।গত শুক্রবার কলকাতার নিউ আলিপুর থেকে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। বিজেপির যুবমোর্চার সাধারণ সম্পাদক ও হুগলি জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তাঁর সঙ্গে গতকাল গ্রেফতার হন বিজেপি নেতা প্রবীর দে। তাঁদের কাছ থেকে মোট ১০০ গ্রাম কোকেন পাওয়া গিয়েছে। যার ভিত্তিতে পুলিশি হেফাজতে নেওয়া হয় পামেলা সহ বাকি বিজেপি নেতাদের। আর আজ আদালতে নিয়ে যাওয়ার সময় কোর্ট চত্বরে বিস্ফোরক অভিযোগ করেন পামেলা গোস্বামী। তিনি সংবাদমাধ্যমের কাছে জানান, তাঁকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। এর পিছনে জড়িত বিজেপি নেতা রাকেশ সিংহ। যিনি কৈলাস বিজয়বর্গীয়-এর অনুগামী। তাই এই ঘটনার সিআইডি তদন্ত চাইছি। যদিও সংবাদমাধ্যমের কাছে পামেলার করা এই দাবি অস্বীকার করেন বিজেপি নেতা রাকেশ সিংহ।