কলকাতা

শেষ দফাতে কমিশনকে করোনা বিধি কঠোরভাবে মানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নির্বাচনের শেষ দফাতেও যাতে করোনা সুরক্ষা বিধি কঠোরভাবে পালন করা হয় তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল হাইকোর্ট । প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন আজ । শের মতোই রাজ্যেও সংক্রমণের মাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ সেই দিকে তাকিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ, বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত দিয়েছে সেগুলো যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তাই দেখার নির্দেশ দিল হাইকোর্ট । পাশাপাশি রাজ্যে এখন জরুরি পরিস্থিতির মতো অবস্থা ৷ বিশেষ করে হাসপাতালের বেড অক্সিজেনের অপ্রতুলতার ব্যাপারে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে ? এই সমস্ত বিষয়ে কমিশন এবং রাজ্য সরকার দু’পক্ষকেই আগামী সোমবার তাঁদের বক্তব্য জানাতে বলা হয়েছে । আগামী সোমবার ফের এই মামলার শুনানি । মামলাকারীর তরফের আইনজীবী শমীক বাগচি বলেন,” নির্বাচন সংক্রান্ত ব্যাপারে মাদ্রাজ হাইকোর্ট গতকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে ৷ সেই বিষয়টি আমরা আদালতের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম । তাতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, প্রত্যেক রাজ্যের পরিবেশ পরিস্থিতি আলাদা ৷ তা সত্ত্বেও কমিশনকে এখনও পর্যন্ত আদালত যে নির্দেশ দিয়েছে সেগুলি যাতে যথাযথ পালন করা হয় এবং নির্বাচনের শেষ দফায় যাতে ভোটকর্মী এবং সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করা যায় সেটা দেখতে হবে নির্বাচন কমিশনকে ।”