সংগঠনের কাজে ত্রিপুরায় রয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সংগঠনের কাজের থেকেই সময় বের করে কাকলি ঘোষ দস্তিদার পুজো দিতে ছুটলেন জাগ্রত ত্রিপুরেশ্বরী মন্দিরে। ‘মা ত্রিপুরেশ্বরী’র কাছে মমতা-অভিষেকের নামে দিলেন পুজো, ত্রিপুরার মানুষের মঙ্গল চাইলেন কাকলি দেবী। ত্রিপুরেশ্বরী মন্দিরে কাকলি দেবীর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মীও। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার ছবি টুইটারে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। টুইটে কাকলি ঘোষ দস্তিদার লেখেন, ‘আজ মা ত্রিপুরেশ্বরীর কাছে আশীর্বাদ নিতে এসেছি। ত্রিপুরার মানুষ, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির জন্য প্রার্থনা করলাম।’ প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে বাংলায় বিপুল জয় পেয়েছে তৃণমূল। চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারেনি বিজেপি। আর তারপর থেকেই ভিন রাজ্যে সংগঠন বাড়াতে বদ্ধপরিকর তৃণমূল।একুশের বিধানসভা ভোটে মহিলা ভোটারদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩-এ ত্রিপুরা দখলের লক্ষ্যে সেই মহিলা ভোটকেই টার্গেট করেছে তৃণমূল। বিপ্লব দেবের পদ্ম বনে ঘাসফুল ফোটাতে, তাঁদের ভরসা সেই মা-বোনরাই।