ধানবাদে বিচারকের মৃত্যুর ঘটনাকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিল সুপ্রিম কোর্ট। এই নিয়ে মামলার শুনানি চালু করল। এদিন প্রধান বিচারপতি এন ভি রামানা সেকথা জানিয়ে দিলেন। এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। প্রধান বিচারপতি রামানা জানিয়ে দিলেন, ঝাড়খণ্ড হাইকোর্টের পর্যবেক্ষণে সেই তদন্ত চলবে। তাতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি রামানা এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এদিন বলল, ‘ঝাড়খণ্ডের মুখ্যসচিব এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি)–র থেকে আমরা রিপোর্ট তলব করেছি। বিচারকের দুঃখজনক মৃত্যু নিয়ে আগামী এক সপ্তাহে মধ্যে রিপোর্ট জমা করবে তাঁরা।’ বুধবার ভোর ৫টায় ধানবাদের রাস্তায় জগিং করতে বেরিয়েছিলেন বিচারক উত্তম আনন্দ। তাঁর বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে ধাক্কা দেয় অটোটি। তার পর সোজা বেরিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে মৃত্যু হয় আনন্দের। যদিও তখনও তাঁর পরিচয় জানা যায়নি। সকাল ৭টার সময়ও বাড়ি ফেরেননি দেখে পরিবারের লোকজন থানায় ডায়েরি করে। তখনই পুলিশ ওই হাসপাতালে খোঁজ পেয়ে ছুটে যায়। গোটা ঘটনা সামনে আসে।