কলকাতা

অতিরিক্ত পণ্য পরিবহণে টনপ্রতি জরিমানা ২০ হাজার, না মানলে বাতিল লাইসেন্স এবং রেজিস্ট্রেশন, বিজ্ঞপ্তি জারি করল পরিবহণ দফতর

একের পর এক লরি দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। কখনও বেশি ওজনের জেরে হিমশিম খাওয়া লরি ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা গাড়িকে। কখনও আবার সরাসরি ঢুকে যায় রাস্তার ধারের ঘরের দেওয়াল ভেঙে। তবু এই বাড়তি ওজন নেওয়ায় রাশ টানা যায় না। যে কারণে ক্ষতি হয় ব্রিজ, উড়ালপুলেরও। এবার পণ্যবাহী গাড়িতে অতিরিক্ত ওজন নিলে টন প্রতি ২০ হাজার টাকা জরিমানা করবে সরকার। আজ, শনিবার পরিবহণ দফতর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, একই অপরাধের পুনরাবৃত্তি করলে জরিমানা হবে দশ গুন। পরেরবার আর জরিমানা নয়, বাতিল হবে রেজিস্ট্রেশন সহ লাইসেন্স।