কলকাতা

রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্রকে চিঠি সিবিআ‌ইয়ের

কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়া মাত্র ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে তৎপর হয়েছে সিবিআই। ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জনের ৪টি বিশেষ দল গঠন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এখানেই শেষ নয়, হাইকোর্টের নির্দেশ মতো, এদিন রাজ্যের ডিজি বীরেন্দ্রকে চিঠি দিয়ে মামলা সংক্রান্ত যাবতীয় নথি চাইল সিবিআই । এই নথি হাতে পেলেই পুরোদমে তদন্তের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে । তদন্তের জন্য ইতিমধ্যেই রোডম্যাপ সাজিয়ে ফেলা হয়েছে। সূত্রের খবর, সেই চিঠিতে নির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছে, ভোট পরবর্তী হিংসায় কতজন মানুষ খুন হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কতগুলি মামলা দায়ের করা হয়েছে। এবং ধর্ষণ ও শ্লীলতাহানির মতো মহিলা-জনিত কতগুলি অপরাধের ঘটনা ঘটেছে সেটাও জানতে চেয়েছে সিবিআই।