উপনির্বাচনের দাবিতে যখন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছে তৃণমূল তখন পশ্চিমবঙ্গ বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়ে জানাল,’উপনির্বাচনের পরিস্থিতি নেই রাজ্যে।’ উপভোটের পরিবেশ কেন নেই তার ব্যাখ্যা দিতে চিঠিতে বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, রাজ্যে কোভিড পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। লোকাল ট্রেন বন্ধ। কম লোক নিয়ে চলছে বাস। সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। দুর্গাপুজো এবং উৎসবের মাস অক্টোবর। পশ্চিমবঙ্গ সরকারের কোভিড বিধিনিষেধের কথা তুলে ধরেছে বিজেপি (West Bengal BJP)। তাদের দাবি, বিধিনিষেধের দোহাই দিয়ে দলের কর্মীদের কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিস।