নিজের গ্রেপ্তারির ভুয়ো ভিডিও বানিয়ে এবার বিপাকে পড়লেন অভিনেত্রী উরফি জাভেদ। এমনিতে তাঁর চটকদার ও উদ্ভট পোশাকের জন্য সামাজিক মাধ্যমে চর্চার শীর্ষে থাকেন উরফি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে ছোট ছোট জামাকাপড় পড়ার ‘অপরাধে’ কয়েকজন মহিলা পুলিস একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করছেন উরফি জাভেদকে। কিন্তু ভিডিওটি মুম্বই পুলিসের নজরে আসার পর তাঁদের পক্ষ থেকে জানানো হয়, এমন কোনও গ্রেপ্তারি হয়নি। অনেকে মনে করছেন, সামাজিক মাধ্যমে প্রচারে থাকতেই বোধহয় এই অভিনব পদক্ষেপ নিয়েছিলেন তিনি। যদিও সম্পূর্ণ ভিডিওটিই ভুয়ো। আর এই কারণেই ওশিওয়ারা থানায় উরফি জাভেদ ও ভিডিওতে থাকা বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।