সবজি বোঝাই ট্যক্সি থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। ঘটনাটি কলকাতার চৌবাগার কাছে বাসন্তী হাইওয়ের। সবজি বোঝাই বস্তায় করে মৃতদেহটি পাচার হচ্ছিল বলেই জানা যাচ্ছে। ট্যক্সিতে একজন পুরুষ ও একজন মহিলা যাত্রীও ছিলেন। খুনের অভিযোগে চালক সহ ওই দুইজনকেও আটক করা হয়। চালককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, ভোর ৩.৫০ নাগাদ আরুপোতা এলাকার একটি গ্রিলের ওয়ার্কশপ থেকে তিন ব্যক্তি ওই গাড়িতে সবজি বোঝাই বস্তাটি তোলে। এরপর বাসন্তী হাইওয়েতে ‘ওভারলোডেড’ দেখে পুলিস গাড়িটিকে আটকায়। তখনই উদ্ধার হয় মৃতদেহ। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুজামনি গায়েন (৬০)। তিনি হরিদেবপুরের কবরডাঙার বাসিন্দা। মূলতঃ পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।