দেশ

চিন থেকে ‘এলাকা পুনরুদ্ধার’, অগ্নিবীর প্রত্যাহার, বিনামূল্যে বিদ্যুৎ- স্বাস্থ্য- শিক্ষা সহ ১০ গ্যারান্টির- আম আদমি পার্টির ইস্তেহার

আবগারি দুর্নীতি মামলায় ৫০ দিন ধরে জেলবন্দি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল জামিনে আপাতত জেল থেকে মুক্তি পেতেই পার্টি প্রকাশ্যে আনল তাদের ইস্তেহার। পার্টির ইস্তেহার, ‘কেজরিওয়াল কি গ্যারান্টি’ নামে প্রকাশিত হয়েছে।

দেখে নিন কী রয়েছে আম আদমি পার্টির ইস্তেহারে –

বিদ্যুৎ সংযোগ নিয়ে বড় প্রকিশ্রুতি- কেজরিওয়াল কি গ্যারান্টিতে থাকা ১০ প্রতিশ্রুতির মধ্যে একটি হল ২৪ ঘণ্টা অবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সারা দেশে। কেজরিওয়াল বলেছেন যে তাদের সরকার দেশব্যাপী অবিচ্ছিন্ন বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করবে এবং দেশব্যাপী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিতে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে।

স্বাস্থ্য ও শিক্ষা- আইআইটির প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়াল শিক্ষা ক্ষেত্রে বড়সড় সংস্কার আনার কথা বলেছেন পার্টির ইস্তেহারে। তিনি বলছেন, তিনি বলেন, দেশে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য সরকার সরকারি স্কুলগুলোকে বেসরকারি প্রতিষ্ঠানকে ছাড়িয়ে যাবে। এছাড়াও তিনি প্রতিটি গ্রাম ও এলাকায় মহল্লা ক্লিনিক স্থাপন এবং ব্যাপক স্বাস্থ্যসেবা অ্যাক্সেসের জন্য জেলা হাসপাতালগুলিকে বহু-বিশেষ সুবিধা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

চিনের থেকে এলাকা পুনরুদ্ধার- কেজরিওয়াল বলছেন, তাঁদের সরকার ক্ষমতায় এলে তাঁরা জাতীয় নিরাপত্তার দিকে আলাদা নজর দেবেন। বহুদিন ধরেই অভিযোগ রয়েছে যে, ভারতের বহু এলাকা চিন দখল করে রেখেছে সেই নিরিখে কেজরিওয়াল বলছেন ‘ চিনের দখলে থাকা এলাকা পুনরুদ্ধার’ করা হবে, আর তাতে দেশের সেনাকে মুক্ত হস্ত দেওয়া হবে।

অগ্নিবীর স্কিম থেকে কৃষক ইস্যু- কেজরিওয়াল জানিয়েছেন, সরকার তাঁদের হলে, তাঁরা সেনায় অগ্নিবীর স্কিম তুলে দিয়ে, সেনায় স্থায়ীভাবে নিয়োগের পর্যায় শুরু করবেন। চুক্তিগত সিস্টেম সেনায় বাতিল করা হবে বলে দাবি আপের। কৃষকদের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে স্বামীনাথন রিপোর্টের ভিত্তিতে ফসলের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করার কথা বলেছে আপের ইস্তেহার।

দিল্লিকে রাজ্যের মর্যাদা ও দুর্নীতি, কর্ম সংস্থান, শিল্প সংক্রান্ত বিষয়- উৎপাদন ক্ষেত্রে চিনকে ছাপিয়ে যেতে PMLA সরিয়ে জিএসটিকে সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে কেজরিওয়ালের পার্টি। এছাড়াও দিল্লিকে রাজ্যের মর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল করা হয়েছে ইস্তেহারে। এছাড়াও ২ কোটি চাকরি দিয়ে কর্মসংস্থানের বন্ধ দরজা খোলার প্রতিশ্রুতি রয়েছে পার্টির, আর সঙ্গে দুর্নীতি দূর করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  একইসঙ্গে বলেন, “বিজেপি আমাকে কেন জেলে পাঠিয়েছে, কী অপরাধ করেছি আমি? এটাই কী আমার অপরাধ যে আমি ভাল স্কুল তৈরি করেছি আপনাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে? আপনারা অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে লাখ লাখ টাকা খরচ না করে মহল্লা ক্লিনিকের ব্যবস্থা করেছি এটাই আমার অপরাধ? তাহলে এমন অপরাধ আমি আরও করব।” আপের ইস্তেহার প্রকাশের মঞ্চে কেজরিওয়ালকে সরাসরি প্রশ্ন করা হয় তিনি বিরোধী জোটের মুখ্যমন্ত্রী মুখ কীনা? উত্তরে তিনি বলেন, ‘না। আমি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই।’ উল্লেখ্য, কেজরির ১০ গ্যারান্টিতে আপের তরফে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা, অগ্নিবীর প্রত্যাহার, কৃষকদের জন্য সুবিধা-সহ আরও একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।