দেশ

আজ দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে জরুরি বৈঠকে অভিষেক

আগামী ২৬ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই একুশে জুলাই উদযাপন করে রাতেই দিল্লি চলে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬ শে জুলাই দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী-সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে। তার আগেই অভিষেকের এই বৈঠক বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, আজ তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়ের বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। সংসদের বাদল অধিবেশনে দলের রণনীতি নিয়ে মূলত দুপুরের এই বৈঠকে আলোচনা করবেন অভিষেক। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’‌ব্রায়েন, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, শান্তনু সেনদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তুলে ধরবেন অভিষেক। লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদ উপস্থিত থাকবেন এই সভায়। বৃহস্পতিবার সকাল থেকে সুখেন্দুশেখরের বাড়িতে আসতে বলা হয়েছে দলের সাংসদদের। আয়োজন করা হয়েছে মধ্যাহ্নভোজের। এই বৈঠকে মুকুল রায়, যশবন্ত সিনহাও থাকবেন। সকালে সংসদ অধিবেশনের শুরুতেই সরকারের একাধিক ‘জনবিরোধী’ নীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, পেগাসাস, করোনা, কৃষি আইনের মতো ইস্যু তুলে কেন্দ্রের বিরোধিতার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। যার নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।