দেশ

মেঘালয়ে দাঁড়িয়ে ঐক্যের বার্তা অভিষেকের

শুক্রবার মেঘালয়ের তুরা ল’কলেজের মাঠে তৃণমূলের জনসভায় অংশ নেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেখানে বক্তৃতা রাখার সময় তিনি ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের যে ঐতিহ্য ও পরম্পরা সে কথা মনে করান। অভিষেক দাবি করেন, সেই দেশের ঐক্যের সেই পরম্পরা ধারণ ও বহন করে চলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ডহারবারের সাংসদের কথায়, ‘তৃণমূল কংগ্রেস মানে বৈচিত্রের মধ্যে ঐক্য।’ তৃণমূল কংগ্রেস যে সর্ব ধর্মকে সম্মান ও শ্রদ্ধা করে এদিন সভামঞ্চে দাঁড়িয়ে সে কথা বুঝিয়ে দেন সাংসদ। তিনি তৃণমূল কংগ্রেসের নতুন ব্যাখ্যা দেন এদিন। অভিষেক বলেন, টিএমসি’র টি মানে টেম্পল অর্থাৎ মন্দির, এম মানে মস্ক অর্থাৎ মসজিদ, সি মানে চার্চ অর্থাৎ গির্জা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণময়ূল কংগ্রেস যে সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সেই বার্তা দিলেন উত্তর পূর্বের এই রাজ্যে।অন্যদিকে এদিনের সভা থেকে মেঘালয়ে দাঁড়িয়ে মেঘালয়ের বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মেঘালয়ের বর্তমান সরকার রাজ্যের উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে মেঘালয় সরকার দুর্নীতিগ্রস্ত, সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে এই সরকারের আমলে বলে মন্তব্য করেন তিনি।  প্রসঙ্গত মেঘালয়ে পৌঁছে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন সে রাজ্যেরই ভূমিপুত্র। পশ্চিমবঙ্গ মডেলে সে রাজ্যে উন্নয়ন হবে বলে জানান তিনি।