কলকাতা

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক 

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে যাচ্ছেন। আজ মঙ্গলবার আর্জি ‘মেনশন’ হতে পারে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর সাড়ে ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি মামলার শুনানি হবে । বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার সম্ভাবনা।