নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে এলেন অভিষেক বন্দোপাধ্যায়। এদিন মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায়। এর পাশাপাশি মন্ত্রী পার্থ ভৌমিক এবং সাংসদ অর্জুন সিং-ও ছিলেন। বড়মার মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিষেক বন্দোপাধ্যায়কে। তিনি সেই সময় হাজির থাকতে না পারলেও, চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছিলেন। কালীপুজোয় আসবেন বলে তিনি জানিয়েছিলেন। এদিন বিকেল ৩:৫০ নাগাদ তিনি আসেন মন্দিরে। গত দু’দিন ধরে ব্যাপক ভিড় বড়মার দর্শনে। এদিনও তাঁর অন্যথা ছিল না। নৈহাটি বড়মা কালীপুজোকে কেন্দ্র করে বিশাল জনসমাগম হয়েছে গত কয়েকদিন ধরে। মঙ্গল ও বুধবার মন্দির চত্বরে আরও প্রচুর মানুষের আগমন ঘটবে। পাশাপাশি, অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে মন্দিরে। এর মাঝেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিতে যাচ্ছেন ফলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।