দেশ

দিল্লি পৌঁছেই সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগেই জানিয়ে ছিলেন সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লি পৌঁছেই তাঁদের সঙ্গে ধরনায় বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিমানবন্দর থেকে সোজা ধরনাস্থলে পৌঁছে যান তিনি। গান্ধীমূর্তির পাদদেশে সাসপেন্ড হওয়া সাংসদদের সঙ্গে বসেন ধরনাতেও। সূত্রে খবর, দলীয় সাংসদদের মনোবল বৃদ্ধি করতেই এদিন ধরনায় যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধরনাস্থলে ছিলেন শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, অপরূপা পোদ্দাররাও।