তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া জনসংযোগ কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ শুরু হল কোচবিহার থেকে। মঙ্গলবার দিনহাটার সাহেবগঞ্জে প্রথম সভা করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। মঙ্গলবার কোচবিহারের দিনহাটার বামনহাটে বিএসএফ-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেন জনসংযোগ যাত্রা। দিনহাটার সাহেবগঞ্জে প্রথম সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সভা করবেন সিতাইয়ের গোসাইমারি ও শীতলকুচিতেও। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের জনসংযোগ যাত্রা ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কোচবিহার থেকে এই জনসংযোগ যাত্রা শুরু হয়ে আগামী দু মাস ধরে গোটা বাংলায় চলবে।