উত্তরপ্রদেশের পিলভিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। দ্রুতগামী গাড়ি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। আর তাতেই ঘটে এই দুর্ঘটনা। গাড়িতে মোট ১১ জন ছিলেন। ৬ জনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ৪ জন। তাঁদের অবস্থা সংকটজনক। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা সকলেই একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।