বিনোদন

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহের ময়নাতদন্তের সঙ্গে হবে করোনার পরীক্ষা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহের ময়নাতদন্তের পাশাপাশি করা হবে করোনা পরীক্ষা। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এদিন দুপুরে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মৃত্যু কালে তাঁর বয়স হয়ে ছিল ৩৪ বছর। ইতিমধ্যেই করোনা পরীক্ষার জন্য সুশান্তের লালারসের নমুনা নিয়েছে মুম্বইয়ের একটি হাসপাতালের ল্যাব।কয়েকদিন আগে সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মুম্বইয়ের মালাডে মালবনী এলাকায় একটি বাড়ির ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। বিহারের পাটনায় ১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্ম সুশান্তের। পৈতৃক বাড়ি পূর্ণিয়া জেলায়। সুশান্তের বোন মিতু রাজ্যস্তরের ক্রিকেটার। ২০০২-এ মায়ের মৃত্যুর পর মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিলেন সুশান্ত। তারপরই তাঁর পরিবার পাটনা থেকে দিল্লি চলে যায়। সেখানেই স্কুলজীবন শেষে দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হন তিনি। পড়াশোনায় তুখোড় সুশান্ত ভৌতবিজ্ঞানে ন্যাশনাল অলিম্পিয়াড জিতেছিলেন। ২০০৩ সালের AIEEE-তে ৭ র‍্যাঙ্ক করেছিলেন। ইন্ডিয়ান স্কুল অফ মাইনস্‌ মিলিয়ে মোট ইঞ্জিনিয়ারিং-এ মোট ১১টি প্রবেশিকা পরীক্ষায় পাস করেন। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই নৃত্য পরিচালক শ্যমক ডাভারের দলে যোগ দেওয়ার পর নাচ আর অভিনয়ের প্রতি তাঁর অদম্য আকর্ষণ গড়ে ওঠে।  দিল্লির টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ না করেই অভিনয়ে ঢুকে পড়েন। তাঁর অভিনয় জীবন শুরু হয় সিরিয়াল দিয়েই। বলিউডে সুশান্ত পা রাখেন ‘কাই পো ছে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। শেষ বার তাঁকে ‘ছিছোড়ে’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। মৃত্যুর আগে শেষ পোস্টেও মায়ের কথা বলেছেন অভিনেতা। টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই ।